কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবর রহমান।
নিহত দুজন হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দুজন আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে কর্মচারী ছিলেন।
স্থানীয়দের বরাতে মাহবুবর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা এলাকায় টেকনাফমুখী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। ওই সময় বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দুজনের মৃতদেহ উদ্ধার এবং বাসটি জব্দ করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, দুজনের লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।