বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবিগঞ্জে আকিজের কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৪

  • প্রতিবেদক, সিলেট    
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৫

বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে আকিজ কোম্পানিতে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।

ওই উপজেলার দুবাওই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চারজন হলেন রিয়াজ, মাহফুজ, মিজান ও গাজী। তারা সবাই কারখানার শ্রমিক।

তাদের মধ্যে গাজী ও মাহফুজের বাড়ি চাঁদপুরে। বাকি দুজনের বাড়ির ঠিকানা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, বাহুবলের দুবাওই এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা তৈরি করছে। সকাল ৯টার দিকে একটি গ্যাস সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে আকিজ কোম্পানিতে বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথে দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে আকিজ গ্রুপের কারও বক্তব্য জানা যায়নি।

এ বিভাগের আরো খবর