শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
জেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, সকালে নকলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী থেকে রিফাত পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় বাস।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। ওই সময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম পাঁচজন হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।