ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এক বার্তায় এ নিষেধাজ্ঞার কথা জানান।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মঙ্গলবার রাতে দুজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আশপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এক বার্তায় এ নিষেধাজ্ঞার কথা জানান।
ওই বার্তায় বলা হয়, ‘রাজধানীর কামারপাড়া, আবদুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।’