কিশোরগঞ্জের কুলিয়ারচরে মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার বাজরা পেট্রল পাম্পের কাছে সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত চালক কালাম ওরফে কালাচাঁন (৪২) কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। যাত্রী আবু হেলাল ভূঁইয়া (৫০) একই উপজেলার রামদি বালুরচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে।
আহত তিনজনের পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত যাত্রীদের হাসপাতালে পাঠায়।