বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধাক্কা দিয়ে পথচারীর সঙ্গে প্রাণ হারালেন বাইক চালকও

  • প্রতিনিধি, ঝালকাঠি   
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ১৩:১০

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে আল আমিন সিরাজ মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। একই সময় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় সড়কের পাশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন মফিজুর রহমান নামের বৃদ্ধ। সিরাজ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে চাপা দেন। এতে দুজনেরই অবস্থা গুরুতর হয়। 

ঝালকাঠির নলছিটিতে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন আল আমিন সিরাজ (৪৫) ও মফিজুর রহমান (৮৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে আল আমিন সিরাজ মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। একই সময় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় সড়কের পাশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন মফিজুর রহমান নামের বৃদ্ধ।

সিরাজ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে চাপা দেন। এতে দুজনেরই অবস্থা গুরুতর হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সে সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত বলে জানান।

নিহত পথচারী মফিজুর রহমানের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ইয়ারা গ্রামে। তিনি তার জামাতার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন জামাতাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য।

বাইকচালক আল আমিন সিরাজের বাড়ি মাদারীপুর জেলায়। তার শ্বশুরবাড়ি ঝালকাঠি কলেজ মোড় এলাকায়। তিনি বাইক চালিয়ে শশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনাটি পার্শ্ববর্তী নলছিটি থানা এলাকায় ঘটলেও মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। আমরা নিহতদের পরিবারের সাথে কথা বলেছি।

‘তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত না করে প্রাথমিক সুরতহাল করে পরিবারের কাছে দিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।'

এ বিভাগের আরো খবর