সাবেক সরকারি কর্মকর্তা আখতার হোসেনকে চুক্তিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে দু’বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক সরকারি কর্মকর্তা আখতার হোসেনকে চুক্তিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে দু’বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আখতার হোসেনকে ইসির সিনিয়র সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, ইসি সচিব শফিউল আজিমকে গত ৩ ডিসেম্বর ওএসডি করে সরকার।