ফরিদপুরে মঙ্গলবার ভোরে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত যাত্রীদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকার আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের বাসের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন বাসের সংঘর্ষ হয়।
নিহত লোকজনের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।
দুর্ঘটনার শিকার বাস দুটি করিমপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।