বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণহত্যার বিচার শুরু শিগগিরই: আইন উপদেষ্টা

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ   
  • ১১ অক্টোবর, ২০২৪ ১৯:৪৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার নিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই, আগস্ট এই দেশে যে নৃশংস গণহত্যা হয়েছিল, এই বিচার আমরা অচিরেই শুরু করব। আমরা ন্যায়বিচার সম্পন্ন করতে ও নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার বিচার শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সিরাজগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শুক্রবার বিকেলে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে দেয়া বক্তব্যে আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ও আমরা এই দেশে কেউ সংখ্যালঘু না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক; সবার সমান অধিকার।

‘সবাই ধর্মের প্রতি সম্মান ও ভালবাসা নিয়ে থাকব ও শান্তিতে থাকবে। আমরা সবাই হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে দাঁড়াব। দূর্গাপূজা অনুষ্ঠান যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন দেব ও সকল প্রকার সহযোগিতা করব।’তিনি বলেন, ‘১৯৯১ সালে সিরাজগঞ্জে আসা হয়েছিল। আবারও এসে ভালো লাগছে। অনেক সুন্দর, সুশৃঙ্খলভাবে পাঁচ শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখনও কোথাও কোনো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

‘এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়করা রয়েছেন ও অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে পূজার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করছেন। সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসন সবাই মিলে দিন ও রাত্রি পরিশ্রম করছেন। সবাই মিলে এক আনন্দময় পরিবেশ বিরাজ করছে। এটা দেখে খুবই আনন্দ লাগছে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার নিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই, আগস্ট এই দেশে যে নৃশংস গণহত্যা হয়েছিল, এই বিচার আমরা অচিরেই শুরু করব। আমরা ন্যায়বিচার সম্পন্ন করতে ও নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আগেই বলেছি সপ্তাহের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে।

‘আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে এক মাস হয়ে গেল। ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে। প্রচুর আলামত পেয়েছি। তখন আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’

এ বিভাগের আরো খবর