বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন মঙ্গলবার দুপুরে রাজধানীর চামেলিবাগের বাসায় মারা যান। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে তাকে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে চামেলিবাগের বাসায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর।
সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হবে।