ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জরুরি মেডিক্যাল টিম।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
দলটিকে বহনকারী উড়োজাহাজ কুনমিং থেকে রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মেডিক্যাল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই ও আগস্টে এক হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন বলে শুক্রবার রাতে ভিডিওবার্তায় দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তরিকুল ইসলাম।
তিনি জানান, আন্দোলনে ২২ হাজারের বেশি মানুষ আহত হন, যাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।