পোশাক শ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ইশতিয়াক আহমেদ হৃদয় (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে নেত্রকোণার আদালতে সোপর্দ করেছে কেন্দুয়া থানা পুলিশ।
নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারোবাড়ি গ্রাম থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ইশতিয়াক আহমেদ হৃদয় নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারোবাড়ি গ্রামের সামছুজ্জামান তাওহীদের ছেলে ও নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ সোমবার রাত সাড়ে আটটার দিকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশের একটি টিম রোববার রাতে হৃদয়ের গ্রামের বাড়ি বাদে আঠারবাড়ি থেকে তাকে আটক করে।
তিনি আরও জানান, আটক হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে হৃদয়কে নেত্রকোণা আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।