কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত সততা ক্লিনিক এ ক্লিনিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে এলাকাবাসী এক অভিযুক্তকে হাতেনাতে আটক করেছে। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দৌলতপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সততা ক্লিনিকের মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে নারীদের এনে ক্লিনিকের আড়ালে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর কাছে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। মাঝেমধ্যে সন্দেহজনক নারীদের সেখানে দেখা যায় বলেও অভিযোগ করেন তারা। সোমবার রাত আটটার দিকে এলাকাবাসীর সন্দেহজনক অবস্থায় সাতক্ষীরার এক নারী ও ওই এলাকার এক পুরুষকে হাতেনাতে ধরে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
এ বিষয়ে ক্লিনিকের মালিক মমিন মোল্লাকে ফোন দিলে তিনি তার ফুপাতো ভাইকে দিয়ে ফোন রিসিব করান এবং পরে কথা বলতে চান।
এ বিষয়ে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসা অভিযোগে এলাকাবাসী হাতেনাতে আটক করেছে এমন খবর শুনেছি। তিনি আরও বলেন, এর আগেও এ ধরনের কথা শুনেছি। সে আমাদের সমিতির সদস্য না হওয়ায় আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে পুলিশ তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বতর্মানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ক্লিনিকের আড়ালে দেহ ব্যবসার অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।