রাজধানীর হাজারীবাগ থানায় করা অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ হিল কাফীকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত বুধবার সকালে এ আদেশ দেয়।
এর আগে কাফীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ।
শুনানি শেষে আদালত তাকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়।
এর আগে কাফীর নামে হাজারীবাগ থানায় মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আবদুল্লাহ হিল কাফী ধানমন্ডি জোনে অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব পালনকালে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া ও মাইনুদ্দিন কাজলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মিলে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদী ইঞ্জিনিয়ার আরিফ মাঈন উদ্দিনকে অপহরণ করেন। হাজারীবাগ থানাধীন অজ্ঞাত স্থানে আটকে মুক্তিপণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ বাদীর পরিবার থেকে আদায় করেন।