বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দীপু মনি এবার সুমন হত্যা মামলায় চারদিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ আগস্ট, ২০২৪ ২১:৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই বাড্ডায় গুলিতে নিহত সুমন সিকদারের মা ২০ আগস্ট থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে আবারও চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গুলিতে মো. সুমন শিকদার নিহত হওয়ার ঘটনায় বাড্ডা থানায় হওয়া হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

দীপু মনিকে শনিবার সন্ধ্যায় আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার দেশ ছেড়ে যাওয়ার পর গা-ঢাকা দেন দলের নেতাকর্মীরা। এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বহু নেতা-কর্মীকে। তাদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একের পর এক মামলাও হচ্ছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় দীপু মনিকে।

রাজধানীর বারিধারা থেকে ‌১৯ আগস্ট গ্র্রেপ্তার হন সাবেক মন্ত্রী দীপু মনি। পরদিন রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ বিভাগের আরো খবর