বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে মেনন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৩ আগস্ট, ২০২৪ ১৮:৪৯

রাশেদ খান মেননকে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে বিকেল ৩টা ৫২ মিনিটে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ওয়াদুদকে গুলি করা হয়। এ ঘটনায় নিহতের স্বজন আবদুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আলী আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান ফজলুর রহমান, হাসান মাহমুদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ সরকারে প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন রাশেদ খান মেনন।

এ বিভাগের আরো খবর