নোয়াখালীর সেনবাগে বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় আইপিএসের মেশিন সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো কাকন কর্মকার (৩০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের হারাধন কর্মকারের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টি ও ফেনী মুহুরী নদীর পানি নোয়াখালীতে ঢুকে বন্যার সৃষ্টি হয়। এর কারণে কাকনের বসতঘরে পানি উঠে যায়।
‘বুধবার রাতে ৯টার দিকে আইপিএস মেশিন সরাতে গিয়ে অসাবধানতাবশত আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।