রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, তার স্ত্রী তাহেরপুর পৌরসভার মেয়র শায়লা পারভীনসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া হামলার শিকার এক ভুক্তভোগী করা এই মামলায় অজ্ঞাত অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে আহত ভুক্তভোগী ব্যক্তি আব্দুল মতিন বাগমারা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট সকাল ১০টার দিকে বাঘমারার ভবানিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে আসার পথে গাঙ্গোপাড়া বাজারে আসামিরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া তার মোটসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে বাঘমারা থানার ওসি অরবিন্দ সরকার জানান, শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।