বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর গিয়েছিলেন।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটক করেন। সূত্র: ইউএনবি
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পলক বিমানবন্দর গিয়েছিলেন।
সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।
সূত্র আরও জানায়, পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন। তাদেরকেও ফেরত পাঠানো হয়।