এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক বলেন, ‘আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।’
রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে হামলা, ভাংচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় এটিএন নিউজের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ইউএনবিকে বলেন, ‘আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিকেলে দিকে এই হামলা চালানোর ঘটনা ঘটে।