সরকারের পদত্যাগ আর শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচার হওয়ার পর বিজয় উল্লাসে মেতে উঠেছে দেশের সব শ্রেণী-পেশার মানুষ। রাজধানীর মিরপুরে দুপুরের পর থেকেই শুরু হয়ে যায় লাখো মানুষের মিছিল ও স্লোগান। বিজয় উল্লাসের মধ্যে সাধারণ মানুষের ক্ষোভও দেখা গেছে।
সোমবার বিকেল ৩টার পর মিরপুরের পল্লবী থানা ঘেরাও করে কয়েক হাজার মানুষ। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে ভাংচুর শুরু করে। ভাঙা হয় পুলিশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল। সন্ধ্যার ঠিক আগেও দেখা যায় থানা ভবন পুরোপুরি ঘিরে রেখেছে সাধারণ মানুষ।
থানার ভেতরে কোনো পুলিশ সদস্য নেই বলে নিশ্চিত করে কয়েকজন প্রত্যক্ষদর্শী। এ সময় রিপন নামের একজন জানান, ভেতরে প্রচুর ভাংচুর করেছে সাধারণ মানুষ।
কেন এমন ভাংচুর জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েকদিনে পুলিশের কর্মকাণ্ডে মানুষ ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছে।’
সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর গুলির ঘটনায় দেশজুড়ে মানুষের মনে পুলিশের প্রতি ক্ষোভ থেকে এ ধরনের কাজ হয়েছে বলেও মন্তব্য করেন কয়েকজন।