রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ চলবে।
রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ চলবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রোববার সকাল থেকেই ঢাকাসহ সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়।