বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণপরিবহন নেই শাহবাগ, সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায়

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ৪ আগস্ট, ২০২৪ ১৪:১১

এক রিকশাচালক বলেন, ‘নিউ মার্কেট থেকে আসছি। সেখানেও কোনো বাস চলে না।’

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের অবস্থানের কারণে দুই ব্যস্ত সড়ক ও আশপাশের রাস্তায় রোববার গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এসব এলাকায় কিছু রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।

বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর কাছাকাছি সময়ে সায়েন্স ল্যাবও দখলে নেয় আন্দোলনকারীদের আরেকটি অংশ।

এর আগে থেকেই এ দুই সড়কে বন্ধ হয়ে যায় গণপরিবহন চলাচল, তবে ঠিক কত আগে থেকে এটি বন্ধ হয়, সেটি জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, শাহবাগের অবস্থানের কারণে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবসহ আশপাশের সড়কগুলো আন্দোলনকারীদের দখলে। চলছে না কোনো গণপরিবহন।

এসব এলাকায় হেঁটেই যাত্রীদের গন্তব্যে যেতে দেখা যায়। সড়কের দুই পাশের দোকান ও বিপণি বিতানগুলো বন্ধ ছিল।

এক রিকশাচালক বলেন, ‘নিউ মার্কেট থেকে আসছি। সেখানেও কোনো বাস চলে না।’

এদিকে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারী আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর অবস্থান নেয়া ছাত্রলীগের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়, যার একপর্যায়ে শাহবাগ ফুটওভার ব্রিজের সামনের গেট ভেঙে হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা।

ওই সময় ভেতরে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয় আর কিছু বাসের কাচ ভাঙচুর করা হয়, তবে আগুন কারা ধরিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ছাত্রলীগের দাবি, এ আগুন ধরিয়েছে আন্দোলনকারীরা। আর আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের দাবি, সরকারের পেটোয়া বাহিনী পরিকল্পিতভাবে এ কাজ করেছে।

এদিকে হাসপাতালের ভেতরে থাকা মোটরসাইকেলের আগুন আরও কয়েকটি বাসে ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টায়ও এসব আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আর মাঝেমধ্যে কয়েকটি বিকট শব্দ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে এগুলো পরিবহনের ভেতর থাকা সিলিন্ডার বিস্ফোরণের শব্দ।

দুপুর সাড়ে ১২টার দিক ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে পড়ে হাসপাতালের ভেতরে। ঢোকার সময় কয়েকজন আন্দোলনকারী তাদের দিকে প্লাস্টিকের বোতল ছুড়ে মারলে বাকি আন্দোলনকারীরা তাদের থামিয়ে নিরাপদে ফায়ার সার্ভিসকে হাসপাতালের ভেতরে প্রবেশ করায়।

এ বিভাগের আরো খবর