একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে বলে শুক্রবার অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শিক্ষার্থীদের মূল দাবি পূরণ করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘শিক্ষার্থীদের মূল দাবির (কোটার যৌক্তিক সংস্কার) সুরাহা হয়েছে। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা প্রথার সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’
শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
‘তার পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। ইতোমধ্যেই শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে জন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে।
‘আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শেণিকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারও অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না।’