পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর থেকে শুক্রবার যতীশ বালাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুল ইসলাম গতকাল রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
কোপে প্রাণ হারানো জ্যোতিকা বালা (৫০) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী।
সংবাদ সম্মেলনে পিরোজপুরের এসপি জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার উত্তর জয়পুর এলাকায় জ্যোতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে নিহতের বড় ছেলে যতীশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি।
যতীশের বরাত দিয়ে এসপি জানান, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের ওপর ক্ষোভ ছিল। তাই পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি।
এসপি আরও জানান, কোপে জ্যোতি নিহতের ঘটনায় তার স্বামী নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় হত্যা মামলা করেন।