দিনাজপুর সদরের পাঁচবাড়ীতে শুক্রবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএনবি।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২৬ জনকে জেলার এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাবিল পরিবহনের সুপারভাইজার ও হেলপার, ট্রাকের চালকসহ আরও দুজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকাল ছয়টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ী এলাকার আরিয়ান পেট্রল পাম্পের কাছে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের সঙ্গে আম বহনকারী ট্রাকের সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, নাবিল পরিবহনের সুপারভাইজার রাজেশ বাহাদুর, হেলপার ও ট্রাকের চালক হাসু (৪০) দুর্ঘটনাস্থলে নিহত হন। আহত ২৮ জনকে এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় অজ্ঞাত পরিচয়ে শিশুসহ আরেক যাত্রী।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় পুলিশ।
তিনি আরও জানান, পুলিশের রেকার দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক সরানোয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।