ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় পূর্বশত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামের ২৩ বছর বয়সী ওই ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলম সিকদারের গ্রুপের বিরুদ্ধে।
রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালী বাজারে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে লিয়নকে কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আসিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আহত লিয়নকে রাতেই রাজধানী ঢাকায় নিয়ে যায় তার স্বজনরা।
রাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক লিয়নকে মৃত ঘোষণা করেন।
হামলায় প্রাণ হারানো লিয়ন ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাটি গ্রামের বাসিন্দা। তিনি রাজাপুরের মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জমাদ্দারের ছেলে।
খুলনার ব্রজলাল (বিএল) কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন লিয়ন।
তার বড় ভাই অনিক রহমানের অভিযোগ, জমি ও পূর্ব বিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে লিয়নের ওপর হামলা চালায় প্রতিপক্ষ শাহ আলমের লোকজন।
লিয়নের মরদেহ শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানায় তার পরিবার।
তার বাবা শাহ আলম বলেন, ‘আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজী, শাকিল, সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজী, সিরাজ উদ্দিনের ছেলে শামসু কাজীসহ ১৫ থেকে ২০ জন ঘটনার সময় উপস্থিত থেকে হামলা চালায়।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘ঘটনার পর রাতেই হামলার স্থান এবং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল থানা পুলিশ। ঘটনায় জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। তাদেরকে খুঁজছে পুলিশ।
‘নিহতের পরিবার থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরাও।’