ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পলাশ চন্দ্র দাস নামের এক হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সকাল ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি জিনজিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৩ বছর বয়সী পলাশ চন্দ্র দাস জেলার মুক্তাগাছা উপজেলার চক নারায়ানপুর গ্রামের কালী চন্দ্র দাসের ছেলে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে মেহরাবাড়ি জিনজিরা এলাকায় ঢাকাগামী তাসজিয়া পরিবহনের যাত্রীবাহী আরেকটি বাস এনা পরিবহনের বাসটিকে ওভারটেক করতে চেষ্টা করলে তাসজিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।
‘এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার পলাশ চন্দ্র দাস নিহত হন। এতে আহত হন আরও ১০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’
ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।