বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আনার হত্যা মামলার আসামি মোস্তাফিজ ও ফয়সাল গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ জুন, ২০২৪ ২০:৪৫

ডিবি সূত্র বলছে, মোস্তাফিজুর ও ফয়সাল এমপি আনার খুন হওয়ার আগে ২ মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এই দুজনকে হন্যে হয়ে খুঁজছিল ডিবি। বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ভারতের কলকাতায় নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজী ধরা পড়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টারযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।

বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে পরিচালিত ডিবির অভিযানে নেতৃত্ব দেন হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

জানা গেছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির একাধিক টিম দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তাদেরকে নিয়ে হেলিকপ্টারটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকায় পৌঁছে।

ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল এমপি আনার খুন হওয়ার আগে ২ মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এই দুজনকে হন্যে হয়ে খুঁজছিল ডিবি।

মোস্তাফিজ ও ফয়সালের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায় এবং এই দুজন তার ঘনিষ্ঠ। ফয়সাল ও মোস্তাফিজের কাছে এমপি আনার হত্যাকাণ্ডের অনেক তথ্য-উপাত্ত রয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন ডিবির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর