নাটোরের লালপুরে পদ্মার চরে দেখা মেলা চারটি রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া) সাপকে শনিবার পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।
উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নসাড়া চরে গতকাল দুপুরে বাদামের জমিতে চারটি সাপ দেখতে পান স্থানীয় কৃষকরা। ওই সময় আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন তারা।
দেশের বিভিন্ন প্রান্তে চন্দ্রবোড়া নিয়ে আতঙ্কের মধ্যে লালপুরে সাপগুলোকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেল।
কৃষকরা জানান, নসাড়া চরে সাত থেকে আটজন কৃষক জমি থেকে বাদাম ওঠাতে যান। ওই সময় তারা বাদাম ক্ষেতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে সেগুলোকে পিটিয়ে মেরে ফেলেন তারা।
তারা আরও জানান, জমিতে চন্দ্রবোড়া দেখার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন পদ্মার চরাঞ্চলে বসবাস করা লোকজন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেন সাপগুলোর ছবি দেখে সেগুলো রাসেল’স ভাইপার বলে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেল’স ভাইপারও আমাদের রক্ষা করতে হবে। এটা বিষধর সাপ। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।’
জমিতে কাজ করার সময় ফুলহাতা শার্ট, ডেনিমের (জিন্স) প্যান্ট ও বুট পরার পরামর্শ দেন এ কর্মকর্তা।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, ‘সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।’
চন্দ্রবোড়া সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।