সাত দিন ঈদের ছুটির পর দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়।
বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।
কুদরত ই খুদা মিলন জানান, গত ১৫ জুন শনিবার থেকে ২১ জুন পর্যন্ত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার ২২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই অমৃত অধিকারী জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বন্ধের পর আমদানি-রপ্তানি চালু থাকলেও এ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।