বাগেরহাটের ফকিরহাটে বাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলেন বাইকের চালক খলিলুর রহমান (৪৫) ও তার এক বছর বয়সী ছেলে। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে বাইকে করে তিনজন যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস বাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকের চালক খলিলুর রহমান এবং তার এক বছরের ছেলে নিহত হন। এ সময় আহত অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘বাসের সাথে মোটরসাইকেলরে সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’