নেত্রকোণার বারহাট্টায় চলছিল এক বাল্যবিয়ের আয়োজন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেই বিয়ে বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এ তথ্য নিশ্চিত করেছেন।
বারহাট্টা উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিথপুর গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে ও একই গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বিষয় জানাজানি হলে মেয়ের পরিবার বিয়ের জন্য চাপ দেয়। এক পর্যায়ে বিয়েতে রাজি হয় দুই পরিবার। বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন চলছিল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাদির মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইউএনও স্যার ফোনে বাল্যবিয়ের বিষয়টি আমাকে জানান। পরে গিয়ে বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি ওই দুই পরিবারকে সতর্ক করা হয়েছে। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেয়া হয়েছে। গোপনে অন্য কোনোভাবে তারা যেন আবার বিয়ে দিতে না পারে সে বিষয়ে খবর রাখা হবে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে।