রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, রাত ২টা থেকে ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে। কারা, কেন তাদের হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না।
কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় এক দম্পতিকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকার বাসিন্দা রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ২টা থেকে ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে। কারা, কেন তাদের হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। ঘটনার সূত্র বের করার চেষ্টা চলছে।
হত্যাকাণ্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।