ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এমন কথা কখনও বলেননি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর রাজারবাগে মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে অংশগ্রহণের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি আনোয়ারুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তা আমরা কখনোই বলিনি।’
নিহত এমপির মেয়ে সন্দেহভাজন হিসেবে কারও নাম প্রকাশ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রী, আইজিপি বা তদন্ত কর্মকর্তার পক্ষে কোনো বক্তব্য দেয়া সম্ভব নয়। তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব বিষয় নিয়ে কাজ করব।’
সম্প্রতি রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ কর্মীদের মানসিক চাপ কমাতে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। আর এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে আইজিপি কাজ করছেন।’