বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় বাইকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ৩

  • প্রতিবেদক, খুলনা   
  • ৫ জুন, ২০২৪ ১৫:০৩

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুতগতির বাইকটি স্মরণখালি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে গিয়ে পড়ে ও বাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

খুলনার পাইকগাছা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে বাইকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

পাইকগাছা-কয়রা সড়কের শিববাড়ি ব্রিজের পাশে স্মরণখালি মোড়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো তিনজন হলেন ভ্যানচালক ইসমাইল গাজী (৬০), বাইক চালক রিয়াদ গাজী (২৫) ও আরোহী মাহবুব গাইন (২৮)।

তাদের মধ্যে ইসমাইলের বাড়ি চাঁদখালী ইউনিয়নের সাহাপাড়া গ্রামে, রিয়াদের বাড়ি পাইকগাছা সদর ইউনিয়নে ও মাহবুব গাইনের বাড়ি গড়াইখালি ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত ভ্যানে দুইজন যাত্রী নিয়ে ইসমাইল গাজী পাইকগাছার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মোটরসাইকেলটি পাইকগাছা থেকে কয়রার দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাইকটি স্মরণখালি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে গিয়ে পড়ে ও বাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘ওই দুর্ঘটনায় ভ্যানের দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এ বিভাগের আরো খবর