মৌলভীবাজারের কুলাউড়ায় চক্ষু হাসপাতালে যুক্ত হলো উন্নত প্রযুক্তির অত্যাধুনিক ফ্যাকো মেশিন। শুক্রবার (২২ আগস্ট) রাতে পৌরশহরের উছলাপাড়াস্থ জুঁই প্লাজায় অবস্থিত হাসপাতালে নতুন এ মেশিনের ফিতা কেটে উদ্বোধন করেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
হাসপাতালের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহিদ। বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চক্ষু রোগীদের সার্বিক চিকিৎসা, পরামর্শ, চোখের পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কৃত্রিম লেন্স সংযোজন সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, চশমা ও ওষুধ সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
চেয়ারম্যান সৌম্য প্রদীপ ভট্টাচার্য বলেন, শুরু থেকেই আমরা স্বল্প খরচে রোগীদের চিকিৎসা দিয়ে আসছি। এখন থেকে রোগীরা আরও আধুনিক সেবা পাবেন। হাসপাতালে আমেরিকা থেকে আমদানিকৃত ‘এলকন ইনফিনিটি ফ্যাকো মেশিন’ সংযোজন করা হয়েছে, যা দিয়ে উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক ডা. অরুনাভ দে, বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী মোহাম্মদ সেলুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার মীর মো. মঈন উদ্দিন ইমন, হাসপাতালের পরিচালক ইন্তাজ আলী, জালাল উদ্দিন, সত্যজিৎ ভট্টাচার্য, ডা. হেমন্ত পাল, বুরহান উদ্দিন, জিয়াউর রহমান বাবলু, জুবায়ের আবেদিন, মুক্তাদির আলী, শফিক মিয়া আফিয়ান, তোফায়েল আহমদ ডালিম, ম্যানেজার মো. জাহিদ আহমদ, মার্কেট মালিক আব্দুস শহীদ প্রমুখ।