বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউব দেখে বারোমাসি লিচুর চাষ

  • মতিউর মর্তুজা, রাজশাহী   
  • ৩ জুন, ২০২৪ ১০:২৩

মফিজুল জানান, ১৫ বছর আগে ইউটিউবে তিনি চীনের বারোমাসি লিচুর একটি প্রজেক্টের ভিডিও দেখেন। তখন থেকেই তিনি বারোমাসি লিচুর উৎপাদন করার চেষ্টা শুরু করেন। অবশেষে অনেক চেষ্টার পর তিন বছর আগে তার বারোমাসি লিচুর গাছে ফলন আসে।

গাছে একদিকে পাকবে লিচু, আরেক দিকে আসবে মুকুল। ফলটি পরিপক্ব হতে থাকবে। সব সময় গাছে ঝুলবে থোকায় থোকায় লিচু।

এরকম এক জাতের বারোমাসি লিচু চাষ করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের চাষি মফিজুল ইসলাম ডলার।

মফিজুল জানান, ১৫ বছর আগে ইউটিউবে তিনি চীনের বারোমাসি লিচুর একটি প্রজেক্টের ভিডিও দেখেন। তখন থেকেই তিনি বারোমাসি লিচুর উৎপাদন করার চেষ্টা শুরু করেন। অবশেষে অনেক চেষ্টার পর তিন বছর আগে তার বারোমাসি লিচুর গাছে ফলন আসে। সেই থেকে প্রতি বছর বারোমাসি লিচুর গাছে সারা বছর লিচু ধরছে। এখন তিনি এই গাছ থেকে কলম করে চারা উৎপাদনের চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘৮ থেকে ১০ বছরের গাছে প্রায় ১০ হাজার লিচু ধরবে। মৌসুমের বাইরে ফল আসায় দামও পাওয়া যাবে চার থেকে পাঁচ গুণ। সারা বছর উৎপাদন হওয়ায় কৃষক সারা বছরই টাকা আয় করতে পারবে। উৎপাদন খরচও সামান্য।’

মফিজুল ইসলাম ডলারের প্রতিবেশী এবং যারা এ নতুন জাতের লিচু খেয়েছেন তারা জানান, এ লিচু বেশ সুস্বাদু। স্বাদ অনেকটা বোম্বাই লিচুর মতো। সব সময়ই এই গাছে লিচু পাওয়া যায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা বেগম জানান, ‘বারোমাসি জাতের লিচু উদ্ভাবনের উদ্যোগ আশাব্যাঞ্জক। সারা বছর লিচু উৎপাদন হলে কৃষক লাভবান হবে। কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করবে। কৃষককে কী কী সহায়তা করা যায় এবং এই জাতকে কীভাবে আর উন্নত করা যায় তা খতিয়ে দেখা হবে।’

ফল গবেষক ও রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমীল উদ্দিন বলেন, ‘এ ধরনের লিচু উৎপাদন দেশে এটাই প্রথম। অসময়ে লিচুর উৎপাদন নতুন আশা জাগায়।

এটা নিয়ে উচ্চতর গবেষণা করে কৃষককে সহযোগিতা করতে হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর