বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউজবাংলা, দৈনিক বাংলার উপদেষ্টা হলেন সাবেক সচিব আনিছুর রহমান মিঞা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ জুন, ২০২৪ ১১:৩৮

যোগদানের পর আনিছুর রহমান মিঞা বলেন, ‘প্রতিষ্ঠান দুটির মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার উপদেষ্টা হিসেবে শনিবার দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান মিঞা।

গতকাল সন্ধ্যায় যোগদানের সময় দৈনিক বাংলা ও নিউজবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এরপর উভয় গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন ভারপ্রাপ্ত সম্পাদক।

ওই সময় আনিছুর রহমান মিঞা বলেন, ‘প্রতিষ্ঠান দুটির মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

মোহাম্মদ আনিছুর রহমান মিঞা ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হন তিনি।

পরবর্তী সময়ে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আনিছুর রহমান মিঞা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রায় দুই বছর রাজউকের পরিচালক ছিলেন। ২০২২ সালে তিনি রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং পরে সচিব হিসেবে পদোন্নতি পান।

এ অবস্থায় অবসর গ্রহণ করলে ২০২৩ সালের ১ এপ্রিল সরকার তাকে রাজউকের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এ বিভাগের আরো খবর