চট্টগ্রামে দেশি-বিদেশি বিপুল আগ্নেয়াস্ত্রসহ ১২টি গ্যাংয়ের ৫০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। একইসঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার পতেঙ্গায় র্যাব-৭ এর এলিট হলে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার জলদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দেন।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক শরীফ-উল-আলম জানান, ৫০ জন জলদস্যুর মধ্যে একজন নারী এবং তাদের মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত।
আত্মসমর্পণ করা জলদস্যুরা ৩৫টি বন্দুক, ১৮টি এসবিবিএল, ১৭টি ওয়ান শুটার গান, একটি গান, একটি পিস্তল, একটি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, একটি এসএমজি, দুটি এয়ারগানসহ আরও বেশকিছু অস্ত্র জমা জমা দেন।
র্যাব-৭ জানিয়েছে, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম ও কক্সবাজারের ৩৪২ জন জলদস্যুকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুহাজার ৬০৩টি অস্ত্র ও ২৯ হাজার ১২৩টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।