ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে। বিয়েতে বরকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে বিশাল তোরণ।
সোমবার দুপুরে বিশাল বহর নিয়ে বিয়ে করতে কনের বাড়ি গিয়েছেন বর। তার আগে রোববার রাতে বাড়িতে হয়েছে তার গায়ে হলুদের অনুষ্ঠান।
এই বিয়ের বর জসিম উদ্দিন একটি মামলার আসামি। পুলিশের খাতায় ‘পলাতক’। অথচ নিজ বাড়িতে জাঁকজমক করে বিয়ের আয়োজন করেছেন তিনি।
এমন ঘটনা ঘটেছে সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে।
জানা যায়, গত ১৭ মে মানসীনগর গ্রামে একটি সালিশ বৈঠককে ঘিরে দুপক্ষের মারামারি হয়। এ ঘটনায় ওই গ্রামের সৈয়দ মিয়া বাদী হয়ে আলালাবাদ থানায় একটি মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। জসিম উদ্দিন ওই মামলার ১৮ নম্বর আসামি। সোমবার তিনি বিয়ে করছেন।
মামলার বাদী সৈয়দ মিয়া অভিযোগ করে বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এরইমধ্যে আজ এক আসামির বিয়ে করছেন। কাল থেকে তার বাড়িতে ঢাকঢোল বাজিয়ে বিয়ের আয়োজন চলছে। অন্যান্য আসামিরাও সেখানে জড়ো হয়েছেন। বিষয়টি একাধিকবার পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি বলেন, ‘বিষয়টি গতরাতেই (সোমবার) আমি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটনকে জানাই। এরপর থেকেই তার ফোন বন্ধ পাচ্ছি। আজ দুপুরে তিনি (আসামি) বরযাত্রী নিয়ে কনের বাড়ি চলে যাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা আমাকে ফোন করে জানান, তিনি আসামিকে ধরতে অভিযানে যাচ্ছেন।’
তবে এমন অভিযোগ অস্বীকার করে জালালাবাদ থানার এসআই লিটন বলেন, ‘মামলার পর আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছি, কিন্তু তাদের পাইনি। এক আসামির বিয়ের খবর শুনে আজকেও অভিযানে গিয়ে তাকে পাইনি। রাতে আবার যাব।’