ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। এ কয়দিন দুর্যোগ সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
জেলা প্রশাসকের কার্যালয়ে ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় শনিবার সকালে এ নির্দেশনার কথা বলা হয়।
সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। এ কয়দিন সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় নির্ধারিত সাইক্লোন শেল্টারসহ আশ্রয়কেন্দ্রের জন্য জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হচ্ছে। এ ছাড়াও দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য।