দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, এটি আরও ঘনীভূত হতে পারে।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ বজলুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বুধবার এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও লঘুচাপের বিষয়ে একই তথ্য জানায়।
পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ নিয়ে বলা হয়, ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বাড়তে পারে।