বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে দম্পতিসহ চার মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, সাভার (ঢাকা)   
  • ২০ মে, ২০২৪ ২০:১৭

পুলিশ জানায়, সোমবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় ফজলুল করিমের বাড়ি থেকে রুহুল আমিন ও তার স্ত্রী মনি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর অদূরে সাভারে পৃথক ঘটনায় এক দম্পতিসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক বাস স্ট্যান্ড ও আশুলিয়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রুহুল আমিন হাওলাদার ও মনি বেগম স্বামী-স্ত্রী। এই দম্পতি আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় ফজলুল করিমের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।

তাদের মধ্যে রুহুল আমিনের বাড়ি পটুয়াখালী সদর থানার কুড়িপাইকা গ্রামে। বাবার নাম হাকিম আলী হাওলাদার। আর মনি বেগমের বাবার নাম সোবহান মৃধা। তার বাবার বাড়ি বরগুনার আমতলী থানার দক্ষিণ রাওগা গ্রামে।

উদ্ধার হওয়া আরেকটি মরদেহ নাজমুল হাসান নামের এক যুবকের। তিনি নাটোর সদর থানার পিরজিপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানা পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় ফজলুল করিমের বাড়ি থেকে রুহুল আমিন ও তার স্ত্রী মনি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। রুহুল আমীনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী মনির মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

এদিকে একই ইউনিয়নের ইউনিক বাস স্ট্যান্ড এলাকা থেকে নাজমুল হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সকালে স্ত্রী কর্মস্থল পোশাক কারখানায় চলে যাওয়ার পর দুপুরে তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক কলেহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ‘আজ (সোমবার) আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সময়সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর