ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকালে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো তানিয়া রশিদ (২৮) রাজধানীর ধানমন্ডি থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আরিফ হাসানের স্ত্রী। তিনি জামালপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন আরিফ হাসান ও তার স্ত্রী তানিয়া রশিদ। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে পৌঁছলে কোনো একটি পরিবহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে তাদের সাভারের এনাম মেডিক্যালে নিলে চিকিৎসক তানিয়া রশিদকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ‘আহত আরিফ হাসান ধানমন্ডি থানায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রীসহ কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া রশিদ মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।