বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১ টাকায় ১০ হাতপাখা

  • প্রতিনিধি, কুড়িগ্রাম   
  • ১৯ মে, ২০২৪ ১৫:২৪

আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু বলেন, ‘ফুল সংগঠন চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এক টাকায় ১০টি পরিবেশবান্ধব পাখা বিক্রি করছে। আমি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুই টাকায় ২০টি হাতপাখা কিনলাম, যা বাইরে দোকান থেকে প্রায় ৬০০ টাকায় কিনতে হতো।’

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার এক টাকার বিনিময়ে ১০টি হাতপাখা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)।

তীব্র গরমে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সুবিধার্থে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব পাখা তুলে দেন প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু ও ফুলের নির্বাহী পরিচালক আবদুল কাদের।

প্রায় দুই যুগ ধরে শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি অসহায় মা-বাবার মুখে হাসি ফোটাতে কাজ করছে ফুল। সংগঠনটি চরাঞ্চলের শতাধিক বিদ্যালয়ে এক টাকায় খাতা-কলম বিক্রি করে আসছে।

হাতপাখা পাওয়া আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আকলিমা খাতুন বলে, ‘আমাদের স্কুলে বিদ্যুৎ সবসময় থাকে না। গরমে ক্লাসের বই-খাতা নিয়ে শরীরে বাতাস করতে হয়।

‘এতে বই-খাতা নষ্ট হয়ে যায়। আজ ফুল সংগঠনের পরিবেশবান্ধব হাতপাখা পাইলাম। আমাদের আর কষ্ট হবে না।’

একই স্কুলের ছাত্র রাজু আহমেদ বলে, ‘গত কয়েক দিন ধরে প্রচুর গরম। কারেন্ট ঠিকমতো থাকে না। খুব কষ্ট হয়। আজ ফুলের পরিবেশবান্ধব পাখা পেয়ে খুব ভালো লাগল।’

আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু বলেন, ‘এ অঞ্চলে পল্লী বিদ্যুৎ সবসময় থাকে না। ফলে প্রচণ্ড গরমে স্কুলের বাচ্চাদের কষ্ট হতো। হাতে যা পাইত, তা দিয়ে গরম নিবারণের চেষ্টা করত।

‘ফুল সংগঠন চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এক টাকায় ১০টি পরিবেশবান্ধব পাখা বিক্রি করছে। আমি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুই টাকায় ২০টি হাতপাখা কিনলাম, যা বাইরে দোকান থেকে প্রায় ৬০০ টাকায় কিনতে হতো।’

তিনি আরও বলেন, ‘এখন বাচ্চাদের তেমন ভোগান্তিতে পড়তে হবে না। এমন উদোগ নেয়ার জন্য ফুলকে ধন্যবাদ জানাই। তাদের এ কাজগুলো অব্যাহত থাকুক।’

ফাইট আনটিল লাইট তথা ফুলের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, ‘ফুল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের কল্যাণে সবসময় কাজ করার চেষ্টা করছে।

‘আমরা চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সপ্তাহব্যাপী পরিবেশবান্ধব পাখা বিক্রির উদ্যোগ নিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরো খবর