বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রতিবেদক, ময়মনসিংহ   
  • ১৭ মে, ২০২৪ ২০:১৪

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার সকালে নিজেদের পুকুর থেকে সেচপাম্পের সাহায্যে জমিতে পানি দেয়ার সময় তার ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তার শরীরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার গলা টিপে ধরা হয়।’

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে পুলিশে তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পরানগর গ্রামে এ ঘটনা ঘটে।

৫৫ বছর বয়সী নিহত সাজ্জাত হোসেন কামাল ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘কয়েকদিন ধরে জমি নিয়ে সাজ্জাত হোসেনের সঙ্গে তার চাচা আবুল খায়ের এবং চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার বিরোধ চলছিল।

‘শুক্রবার সকালে নিজেদের পুকুর থেকে সেচপাম্পের সাহায্যে জমিতে পানি দেয়ার সময় তার ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তার শরীরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার গলা টিপে ধরা হয়। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি বলেন, ‘এ ঘটনায় সাজ্জাত হোসেনের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার পর পুলিশ জাকারিয়া, মহিবুল্লাহ ও তাদের মাকে গ্রেপ্তার করেছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর