বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধায় ‘পরিকল্পিতভাবে’ নারীকে নৃশংস নির্যাতন, গ্রেপ্তার ৪

  • প্রতিনিধি, গাইবান্ধা   
  • ১৪ মে, ২০২৪ ২২:৩৭

সাবেক স্বামীকে রাতে ঘরে ঢোকানোর অপবাদ দিয়ে ভুক্তভোগীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যা দিয়ে প্রথমে তার বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারপিট করা হয়। পরে মাথার চুল কেটে দেয়া হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক স্বামীকে নিয়ে ঘরে অবস্থান করার মিথ্যা অপবাদ দিয়ে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজিয়ে তার ওপর নৃশংস অত্যাচার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার বেলা ২টার দিকে মামলার প্রধান আসামি মোনারুল ইসলামকে দক্ষিণপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার বিকেলে শাহজাহান আলী, আব্দুস ছাত্তার ও চামেলি বেগম নামে আরও তিন আসামি গ্রেপ্তার হন।

৩৫ বছর বয়সী মোনারুল ইসলাম ভুক্তভোগীর প্রথম স্বামী এবং ওই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দ্বিতীয় স্বামীর সঙ্গে বর্তমানে ঢাকায় বসবাস করেন ভুক্তভোগী। অসুস্থ হয়ে সপ্তাহ দুয়েক আগে গ্রামের বাড়িতে আসেন তিনি।

প্রতিপক্ষরা তাকে বাড়ি থেকে তাড়ানোর উদ্দেশ্যে দীর্ঘদিন থেকেই বিভিন্নভাবে পায়তারা করে আসছিল। সর্বশেষ রোববার রাতে পরিকল্পিতভাবে ভুক্তভোগীর প্রথম স্বামী মোনারুল ইসলামকে তার শয়নকক্ষে ঢুকিয়ে দেয়া হয়। মোনারুল প্রথমে খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে সুযোগ বুঝে তিনি ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় প্রতিপক্ষের লোকজন এগিয়ে আসায় মোনারুল পালানোর চেষ্টা করলেও ওই নারী তাকে জাপটে ধরে রাখেন। ফলে মোনারুল আটকা পড়েন, কিন্তু ‘ঘটনার পরিকল্পনাকারী’ প্রতিপক্ষরা তার কাছ থেকে মোনারুলকে ছিনিয়ে নেয়।

পরে সাবেক স্বামীকে রাতে ঘরে ঢোকানোর অপবাদ দিয়ে তাকে ‘দুশ্চরিত্রা’ আখ্যা দিয়ে প্রথমে তার বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারপিট করা হয়। পরে মাথার চুল কেটে দেয়া হয়।

ঘটনার পরদিন সোমবার ছকিনা বেগম নিজেই বাদী হয়ে মোনারুলকে প্রধান আসামি করে ৭ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় সোমবার বিকেলেই তিনজনকে গ্রেপ্তার করার পর পলাতক প্রধান আসামি মোনারুলকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ নিউজবাংলাকে বলেন, ‘ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর