বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেকনাফে পিটুনিতে একজন নিহত

  • প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)   
  • ১৪ মে, ২০২৪ ০৯:৫২

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পরিবার মামলা করলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

কক্সবাজারের টেকনাফে পিটুনিতে একজন নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ আলম। তিনি বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিয়েছি।

নিহত আব্দুর রাজ্জাক (৪০) টেকনাফের তুলাতুলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাককে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলী বাজার এলাকায় টমটম থেকে আমান উল্লাহর নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হয়। পরে টেকনাফ গোদারবিল বাঁম গাছ বাগানে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজ্জাকের ছেলে তৌহিদুল ইসলাম বলেন, আমার বাবা একজন ইলেক্ট্রনিক মিস্ত্রি। শীর্ষ সন্ত্রাসী আমান উল্লাহর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাবাকে হত্যা করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণি জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পরিবার মামলা করলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

এ বিভাগের আরো খবর