বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩৫ প্রত্যাশীদের শাহবাগ মোড় অবরোধ, ১০ জন ‘আটক’

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ১১ মে, ২০২৪ ১৭:২২

সাড়ে তিনটার দিকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে বসে পড়েন। এ সময় সেখানে যান চলাচল স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি চলার ১০/১৫ মিনিটের মধ্যে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তাদের দাবি, ছত্রভঙ্গ করার সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে কয়েকজনকে আটক করেছে। এছাড়া মেয়েদের গায়েও হাত তুলেছেন বলেও অভিযোগ তাদের।

শনিবার বেলা সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।

এর আগে, বেলা ১১টা থেকে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের সামনে তাদের সমাবেশ শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে তারা তাদের দাবি বাস্তবায়নে গণভবনের দিকে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। প্রায় এক ঘণ্টা সেখানে পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান করেন।

পরে সাড়ে তিনটার দিকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে বসে পড়েন। এ সময় সেখানে যান চলাচল স্থবির হয়ে পড়ে। শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি চলার ১০/১৫ মিনিটের মধ্যে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। এ সময় নারী শিক্ষার্থীদেরও আটক করতে দেখা গেছে।

আন্দোলনরত এক শিক্ষার্থী খাদিজা মুক্তা বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করে আমাদের দশজন সহকর্মীকে আটক করেছে। আমাদের নারী শিক্ষার্থীদের গায়েও হাত তুলেছে। আমরা এটির বিচার চাই। বর্তমানে আমরা রাজু ভাষ্কর্যে অবস্থান করছি। এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিভাগের আরো খবর